Header Ads

জীবন




জীবন
লেখকঃ রাশেদ ইসলাম

রইবে না তুমি আর
থাকবে না পাশে
জীবন ঘৃন্নহী্ন হয়
পরিলে লাজে ।
যা আছে কাব্য
হও তুমি সব্য,
আহার আহরণে
হবে তুমি গন্ন,
দ্বিধাহীন দন্দে
পথ চলে অন্ধে
না দেখে, দেখি
অবুজ বালকের সঙ্গে।
তুমি ত তুমি নও
কিছু তার দান,
ফুল ফুটলে হয় না
সব কিছুর অবসান।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.